কেউ প্রেমময় সম্পর্কে সবচেয়ে কঠিন অংশ, যে ব্যক্তি অন্য ব্যক্তি প্রেম দেখছে। এটি সবচেয়ে বেশি ব্যাথা দেয়, যখন কেউ আপনাকে গতকাল বিশেষ করে বলে মনে করে, তখন আপনি মনে করেন যে আপনি আজকে সবচেয়ে অবাঞ্ছিত ব্যক্তি। যত বেশি আমরা ভালোবাসি, কম রুম ঘৃণা জন্য আছে। জীবনের ট্রাজেডিটি এত তাড়াতাড়ি শেষ হয় না, কিন্তু আমরা এটি শুরু করার জন্য এতক্ষণ অপেক্ষা করি। আপনি যখন একটি গানটি শুনেন তখন এটি ভালবাসে এবং এটি কখনও কখনও মনে করে যে আপনি কখনও কখনও মনে করেন এমন অনেকগুলি মনে হয় তবে আমরা খুব কমই বলতে পারি যে আমি মানুষকে সুখী করতে হাসি, কিন্তু আমার মাথায় এটি কেবল ব্যথা লুকিয়ে রাখতে পারে যাতে লোকেরা আমাকে জিজ্ঞেস করে ন
1.সে এসে বসুক পাশে,
যেভাবে অসুখ আসে,
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে,
জানুক, প্রিয়তম অসুখ সে!
২.ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক,
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়
৩.কষ্ট গুলো যদি কাগজ হতো,
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন,
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
৪.যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।
৫.অনেক গুলো রাত পার হয়ে গেলো
তোমার সাথে কথা বলি না।
বাট এমন কোন রাত বাকি নেই,
যে তোমার কথা ভাবিনি
৬.ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধা বোধ করে না।
৭.যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে
আসলাম তখন হাজারো ভালোবাসার
সৃতি গুলো আমাকে পিছন থেকে
টেনে ধরে রেখেছে ...
৮.প্রার্থনা করি....
যারা যাকে ভালোবাসে
তাকেই যেন পায় !!!
কেন না অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাদায়
৯.থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিলো না,
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না।
আমার লাল রঙা হৃৎপিন্ড হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে তবু তুমি থাকো ভালো।
১০.তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি.
ভুলতে হয়তো কোনদিনও পারবো না,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো
১১.আমাকে মিস করার মত সময় হয়তো তোর হবে না জানি
কারণ, তোর পৃথিবীতে আমি ছাড়াও আরো অনেকে আছে
কিন্তু আমার পৃথিবীতে তুই ছাড়া আর
কেও নেই তাইতো আজও তোকে অনেক মিস করি
১২.যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবো না সে বোকা।
শুধু এটাই ভাববে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল,
যার যোগ্য তুমি নও
১৩.হয়তো একদিন বয়সটা অতিমাত্রায় বেড়ে যাবে,
কাছের জিনিসগুলাও অতিসায় ঝাপসা লাগবে।
আষাঢ়ের রাতে হালকা হালকা কাশ হবে,
ভুলে যাবো একদিন
ভালবেসেছিলাম তোকে!
এর বেশি কিছু না!
১৪.আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস…
আমায় নিয়ে কখনো করোনা উপহাস…
আমার জীবনটা হল, একটা দুঃখের ইতিহাস….
এটাই আমার ভাগ্যের, নির্মম পরিহাস।
১৫.যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছল
করে দিবে একদিন
১৬.যদি মনের অনুভুতি
ঠিক থাকে,
তাহলে সম্পর্কটাও থাকে
আজীবন!
১৭.সারাক্ষণ কেন যে ভাবাও, মায়াবী- মায়াজালে জড়াও,
নিজের মতোই হঠাৎ দেখা দাও,
ইচ্ছে করেই আবার হারিয়ে যাও
১৮.পৃথিবীটা আবেগে না চললেও আমার মত কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক..!
কিছু কিছু মানুষ বেচে আছেই আবেগ গুলো নিয়ে..!
১৯.পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সবচেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা।
২০.যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছল
করে দিবে একদিন
২১.পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।
২২.গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা
২৩.কার হার্টে কার বিট চলে।
কার আবেগে কে গলে।
কার চোখে কে অশ্রু ফেলে
২৪.পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।
২৫.পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।
২৬.ভালোবাসাটা অন্যায় নয়
কিন্তু ভালোবাসার নামে
অভিনয় করাটা অন্যায়
২৭.ভালোবাসার অনুভুতি গুলো
খুব আজব রকমের হয়....
কখনো কষ্টের মাঝে লুকোনো
সুখ খুঁজে পাওয়া যায়.....
২৮.জীবনকে কোন স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি
পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন
কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলভন কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান....
২৯.সুখি হতে চাও?
খুব সহজ..
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে
৩০.সুখি হতে চাও?
খুব সহজ..
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে


0 মন্তব্যসমূহ