Widget Recent Post No.

Best sad bangla status

 

1.পাশে এসো, ছুঁয়ে দাও,

 আরও কাছে রাখো আমায় ।

 প্রিয় অভিমান, দূরত্ব তোমাকে কি মানায়।

2.নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো,

 - দেখবে যে এমনই সব শখ কমে যাবে ।

3.- কষ্টটা একজনের হলেও.।

 - গল্পটা ছিলো কিন্তু দুজনের.।

4.অথচ কিছু মানুষ কখনো জানেই না।

 সে যে কারো খুব বেশি প্রিয় মানুষ।

5.কান্না লুকাতে শিখে গেছি

 অভিমান করে হলেও হাসতে পারি,

 কষ্ট হলেও বুঝতে দিই না।

 হ্যাঁ,আজ মনে হচ্ছে সত্যিই আমি বড় হয়ে গেছি।

6.- ধৈর্যহীন চঞ্চল মানুষটাকেই এক সময়.।

 - সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়.।

7.- তুমি নাই তো কি হইসে।

 - তোমার দেওয়া text গুলা ঠিকই রয়ে গেছে।

8.মানুষের প্রিয় হাতেও অর্থনৈতিক যৌগ্যতা লাগে,

অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না।

9.যখন অভিমান করবি

 বৃষ্টি হয়ে ভিজিয়ে দেবো তোর অভিমানগুলো।

 , বৃষ্টির প্রতিটা ফোঁটায়- ফোঁটায় অনুভব করবি আমার ভালবাসা যতো।

10.- সব থেকে বড় নেশা কি জানো।

 - কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা.।

11.- দুইজনই ভালোবাসি।

 - আমি তোমাকে.।

 - তুমি অন্য কাউকে.।

12.- মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ংকর।

 - আবার কারো কাছে মুক্তির উপায়।

13.সময়ের পরিবর্তনে রাগ,

 অভিমান কমে যায়,

 কিন্তু কারো দেয়া আঘাতের দাগ গুলা থেকে যায়।

14.- অভিজ্ঞতা তো আর কম হইলো নাহ।

 - তবুও মানুষ চিনতে ভুল হয়.।

15.- আমি ঠকিনি কারন আমি ভালোবাসতে পেরেছিলাম ।

 - ঠকছে সে, সে ভালোবাসা বুজেনি ।

16.কারো সাথে কথা বলার অভ্যেস করবেন না।

 মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়।

17.মানুষ মাঝে -মাঝে রাগ করতে করতে

 রাগের কারনটাই ভুলে যায়,

 শুধু থেকে যায় কিছু অভিমান।

18.- সবার প্রয়োজনে প্রিয়জন আমি ।

 - তবে প্রয়োজন ছাড়া কারোর প্রিয়জন না.।

19.- Sorry,

 - তোমায় খুব বেশি ভালোবাসার জন্য.।

20.- মেয়ে হয়ে ভাবছ তুমিই সবচেয়ে পরাধীন?

 - হওনা ছেলে বুঝতে পারবে বাস্তবতা কতো কঠিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ