Widget Recent Post No.

Bestfriend Status in bangla

 কিছু বন্ধু ফুলের মত এবং আসা এবং যান তবে আপনার হৃদয়কে আপনার হৃদয়ে থাকুন চিরকালের জন্য আমার নিজের দয়াবানটি হ'ল মানুষের প্রথম ভুল। জীবনের ওষুধ সত্য, বিশ্বস্ত বন্ধুদের আছে। আমি তোমাকে সব ভালোবাসি। বন্ধুরা বায়ু মত, আপনি একেবারে তাদের প্রয়োজন। একজন সত্যিকারের বন্ধু এমন কেউ যা আপনি কয়েক বছর পর সাথে কথা বলতে পারেন এবং এতে কোন দূরত্ব বা অযৌক্তিকতা নেই। আপনি সবসময় নিজেকে হতে হবে যে বিশ্বাস করি। পরিবর্তন করবেন না কারণ কেউ আপনাকে নিচে নেবে, এমন বন্ধু আছে যারা আপনাকে ঠিক সেইভাবেই ভালবাসে।

1.বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা

2.কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে 

3.বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।

4.গোপনীয়তা রক্ষা না করে চললে, বন্ধুত্ব টিকে না 

5.আহ্, কী ভালোই না লাগে – পুরনো বন্ধুর হাত 

6.বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে 

7.রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। 

8.যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন 

9.তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে

10.বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।

11.বন্ধু মানে গভীর রাতে হটাত টেলিফোন,

বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয়া মন,

বন্ধু মানে হাসি ঠাট্টা জয় পরাজয়,

বন্ধু মানে অশ্রু ফেলার নীরব আশ্রয় 

12.ভালো লাগে পুরনো সেই দিন গুলো

ভালো লাগে অতীতের সেই গান গুলো

ভালো লাগে একরাশ টাটকা হাওয়া

ভালো লাগে হাজার বেস্ততার মাঝে

তোমার একটা মেসেজ পাওয়া ।

13.আসছে সময় হাওয়ার মতো

ভাসছি আমরা স্রোতের মতো

একটু বালি একটু কাকর

আঘাত অনেক মনের উপর

সব ভুলে যাই তখন-

যখন বন্ধু পাই তোমার মতন ।

14.তাকিয়ে থাকো তুমি মিষ্টি করে হেসে

পড়বে মনে অনেক কথা আমার sms এ

ঝগ্রা-ঝাটি কান্না কাটি অনেক হাসা হাসি

ছিলাম আছি থাকবো তবু তোমার পাশাপাশি ।

15.ইচ্ছে করে ইচ্ছে টাকে সঙ্গে নিয়ে চলি

ইচ্ছে করে তোমার সাথে একটু কথা বলি

ইচ্ছে করে ঘুরে বেড়াই স্বর্গ থেকে ভুমি

ইচ্ছে হলে সঙ্গ দিতে চলে এসো তুমি ।

16.বপ্ন ঘেরা মেঘের কোলে আমার যাওয়া আসা

শিশির ভেজা দখিনা বায়ু আমার ভালোবাসা

নদীর পাড়ে শান্ত বিকেল শীতল করে মন

আর কেউ নয় সেই আমি, তোমার আপনজন ।

17.সমুদ্র থেকে যতই জল তোলো না কেন এর জল কখনো এর জল ফুরোবেনা

আকাশের তারা যতই গণো কখনো শেষ হবে না

ঠিক তেমনই আমাদের মাঝে যতই দূরত্ব হোক বন্ধুত্ব কমবে না

18.আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, সাক্ষী এই নদী

তোর আমার বন্ধুত্বের হবে না কেউ ভাগী

আকাশ, বাতাস, আর এই নদী থাকবে যতকাল

তোর আমার বন্ধুত্বও থাকবে ততকাল

19.নদী বড় সমুদ্র বড় বড় তোর মন

বন্ধুত্বের মাঝে থাকবেনা কোনো বাধা ব্যাবধান

বন্ধু মানে কাছের মানুষ মনের কথা জ্ঞাপন

তুই আমার বন্ধু হয়ে থাকবি চিরকাল আপন

20.মানুষের সব সম্পর্ক হয় জন্মগত

শুধু একটা সম্পর্ক সে নিজে গঠন করতে পারে

আর সেটা হলো বন্ধুত্ব, আর এই বন্ধুত্ব হয় নিঃস্বার্থ

যেমনটা তোর আর আমার মাঝে গড়ে উঠেছে।

21.আমার সবচেয়ে বড় প্রাপ্তি

তোমার মত একজন বন্ধু পাওয়া

আমি কখনো ছেড়ে যাব না

সারাজীবন অটুট থাকুক বন্ধুত্ব আমাদের

22.বন্ধু সে,

যে সব সময় তোমার পাশে থাকবে

তোমার কাধে মাথা রেখে কাদবে

একজন আর একজনকে তুলে ধরবে

23.শব্দ গুলা অর্থের জন্য

জীবন বাচার জন্য

ভালবাসা শেয়ারিং এর জন্য

আর তুমি আমার সব কিছুর জন্য

24.বন্ধু সে যে তোমার অতীতকে বুঝে

ভবিষ্যতকে দেখতে পায়

আর বর্তমানে পাশে থাকে

25.যে বন্ধু তোমাকে এক মিনিটেই পুরা ঘটনা বলে দিবে সে বন্ধু নয়

যে পুরা ঘটনা বলতে ঘন্টা ও দিন সময় লাগাবে সেই প্রকৃত বন্ধু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ