Widget Recent Post No.

Sad best bangla status

 

1.তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে মনতো দিলেনা,

 ভালোবাসার নামে তুমি করলে ছলনা, 

কত ভালোবাসি তোমায় সে তো বুঝলেনা, 

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না।

2.প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে।

 - রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না.।

3.কিছু সুখ আসে ক্ষণিকের জন্য

 আবার তা চলে যায় হঠাৎ করে,

 শুধু কষ্ট নামক বন্ধু চিরতরে

 প্রতিটা মানুষের কাছেই থেকে যায় ।

4.- হয়তো প্রয়োজন শেষ।

 - তাই ভুলে গেছো আমাকে।

5.এক ফোটা চোখের পানি ঝড়ার চেয়ে এক ফোটা রক্ত ঝড়া অনেক ভালো। কারণ, এক ফোটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোটা চোখের জল পুরো হৃদয় চিড়ে বের হয়

6.- সত্যিই আমি ভালো নেই।

 - ভালো থাকার অভিনয় করছি মাত্র.।

7.খবর দিও আমায়,

 যদি কান্না আসে অন্য কারো অবহেলায়।

8.হারিয়ে যাওয়া মানুষ গুলোকে।

 - কখনোই আগের মতো ফিরে পাওয়া যায় না.।

9.ভালবাসা হলো এমন একটি মায়া, 

তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে,

 যত ভুলে যাবে ততই মনে পড়বে, 

আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে ।

10.- কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দূর্বল।

 - তখনই শুরু হয় অবহেলা.।

11.- এতো অবহেলা করিস না.।

 - একদিন হঠাৎ করে মরে যাবো টেরও পাবি না.।

12.- খুব অবহেলিত তাই না?

 - কাফনের কাপড়ে জরালে ভালোবাসার - অভাব হবে না।।

13.মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে ।

ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে ।

স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে ।

 আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে

14.- Life এ এমন কিছু মুহূর্ত আসে।

 - নিরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।

15.- এতো অহংকার কই রাখবা?

 -কাফনের তো পকেট নেই।

16.বড় হয়ে গেছি।

 - তাই মন খুলে কান্না করা বারন.।

17.মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে,

 কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে, 

বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে। 

তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?

18.একজন পাগলের মতো ভালোবাসে।

 আরএকজন পাগল ভেবে অবহেলা করে।

19.- নিজেকে এমন ভাবে বদলে ফেলো।

 - যেনো সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে।

20.- আমি এমন একটা ব্যক্তি।

 - যাকে প্রথম- প্রথম সবার ভালো লেগে যায়।

 - তারপর ধীরে- ধীরে অপ্রিয় হতে থাকি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ