1.তুমিও আমাকে ছেড়ে যাওনি।
আমিও তোমাকে ছেড়ে যায়নি,
শূধূ ভালবাসা আমাদের ছেড়ে গেছে।
2.- পাওয়ার মাঝে যেমন একটা আনন্দ আছে।
- না পাওয়ার মাঝেও তেমনি অদ্ভুত এক আনন্দ আছে.।
3.-কথা দিলাম
তোমাকে সেই দিনই ভুলবো।
যেদিন দেহটা নিঃশ্বাস ত্যাগ করবে।
4.মানুষ তখনই কাঁদে যখন তার প্রিয় মানুষটাকে একেবারে হারিয়ে ফেলে ।
5.রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়,
তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে।
6.- যদি সে ভালোবাসত।
- তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিতো.।
7.বাস্তবতা
কঠিন হলেও মেনে নিতে হয়-
কিছু মানুষ
শুধু হৃদয়ে থাকবে ভাগ্যে নয়।
8.- কখনো কারো খারাপ চাইনি.।
- তবুও সবার- সবার গল্পে আমি খারাপ.।
9.অভিমান করে যখন বলি।
তুমি আমাকে আর ফোন করবেনা কিন্তু ঠিকই মোবাইল হাতে।
নিয়ে তার ফোনের জন্য অপেক্ষা করার নামই ভালোবাসা।
10.কথা দিলাম তোকে সেদিনই ভুলবো।
যেদিন দেহ থেকে নিশ্বাসটা ত্যাগ করবে।
11.- কখনো কি বাথরুমের দরজা বন্ধ করে কেঁদেছো।
- তারপর আবার মুখ ধুয়ে এমন ভাবে বেরিয়ে এসেছো।
- যেনো কিছুই হয়নি ।।
12.সে জানে আমি ভালো আছি ;
তার এই ভুল ধারণাটা আমি কখনো মিথ্যা প্রমানের চেষ্টা করিনি।
13.অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের।
ব্যাপার যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না।
14.- কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে কইরো না।
- হয়তো তোমার জন্য আরো বড় ঠকবাজ অপেক্ষা করছে।
15.- আমি ততোটা ভালো আছি।
- যতটা ভালো থাকলে নিজেকে মৃত মনে হয়।
16.-সে কি যানে অভিমানএ তকে হাসাতে।
- সে কী পারে বুকে ধরে তকে ভোলাতে..।।
17.যে সত্যি তোমাকে ভালোবাসবে
, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না
হয়তো অভিমান করে কথা বলবে না,
তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে।
18.কেউ ঘুমাচ্ছে,কেউ ঘুম খুজছে।
আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকে খুজছে.।
19.- হয়তো আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে।
- আমার চাওয়া পূর্ণ্য হলো।
20.একা থাকার মধ্যে একটা শান্তি আছে।
না কাউকে পাওয়ার আশা,
না কাউকে হারানোর ভয়।
0 মন্তব্যসমূহ